দেশজুড়ে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনাভাইরাস(Coronavirus)। বিশেষজ্ঞদের অনুমান তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে(India)। লাগামছাড়া এই সংক্রমণের হাত থেকে রেহাই পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। যদিও শুভানুধ্যায়ীদের আশার কথা শুনিয়ে রবিবার কেজরি জানিয়ে দিলেন সুস্থ হয়ে উঠেছেন তিনি। আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠার পর এদিন টুইট করে এই খবর প্রকাশ্যে আনেন আম আদমি পার্টির প্রধান।

রবিবার এক টুইটে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, “আমি করোনা থেকে সুস্থ হয়ে আপনাদের সেবায় ফিরে এসেছি।” উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে সাম্প্রতিক সময়ে পাঞ্জাব গোয়া উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এরপর গত বুধবার নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেন তিনি। মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে রাজ্যবাসী। যদিও মানুষকে হারিয়ে রবিবার নিজের সুস্থতার কথা টুইটে প্রকাশ করলেন কেজরিওয়াল।













































































































































