রাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ।লন্ডন থেকে আসা বিমানে নিষেধাজ্ঞা জারি করা হলেও কোনও বিধিনিষেধ জারি করা হয়নি বাংলাদেশ থেকে বিমান আসার ক্ষেত্রে। এখন এয়ার বাবল চুক্তিতে বাংলাদেশ থেকে বিমান আসছে কলকাতায়।
রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে , গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার। এর মধ্যে কলকাতাতেই আক্রান্ত সাড়ে ৬ হাজার। সেই সঙ্গেই উদ্বেগজনকভাবে সংক্রমণ বাড়ছে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায়। রাজ্যে একগুচ্ছ বিধিনিষেধ জারি করার পরে কলকাতায় অনেকগুলি মাইক্রো কন্টেনমেন্ট জোন করেও বাগে আনা যাচ্ছে না করোনার সংক্রমণকে।
আরও পড়ুন- মার খেয়ে হাসপাতালে ভর্তির নাটক? বাবু মাস্টারকে দেখতে গিয়েছিলেন নব্য বিজেপি নেতারা
বাংলাদেশ থেকে আকাশপথে কলকাতা আসা যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। এই বিধিনিষেধ কার্যকর হয়েছে শুক্রবার থেকেই। নতুন এই নির্দেশ অনুসারে বাংলাদেশি যাত্রীদের কলকাতা যাওয়ার পরেই দমদম বিমানবন্দরেই নতুন করে করোনাভাইরাসের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হচ্ছে। আর এই জন্য খরচ হবে প্রায় ৭ মার্কিন ডলার।
একইসঙ্গে জানানো হয়েছে, যারা বাংলাদেশ থেকে কলকাতায় আসবেন তাঁদের সঙ্গে নিয়ে আসতে হবে Covid 19 ভ্যাকসিনের পূর্ণাঙ্গ অর্থাৎ দুটি ডোজ দেওয়ার সার্টিফিকেট। এই সঙ্গেই লাগবে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করা Covid 19 আরটি পিসিআর টেস্ট-এর নেগেটিভ রিপোর্ট। কেন এই বিধিনিষেধ জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে সেটাও বাংলাদেশের এয়ারলাইন্সগুলোকে পাঠানো চিঠিতে ভারতের বিমান পরিবহন দফতর।































































































































