জল্পনার অবসান। পুরোনো ক্লাব এটিকে মোহনবাগানে (ATK Mohunbagan) ফিরলেন তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান( Sandesh Jhingan)। বৃহস্পতিবার সরকারিভাবে জানিয়ে দিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব এইচএনকে সিবেনিক থেকে রিলিজ পেয়ে পুনরায় সবুজ-মেরুণ ব্রিগেডে ফিরলেন সন্দেশ।
Sandesh Jhingan is back, the story continues 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/X94RlOl5nW
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 6, 2022
চলতি মরশুমে এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছেদ করে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব এইচএনকে সিবেনিকে সই করেন সন্দেশ। কিন্তু চোটের কারণে সিবেনিকের হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি তারকা এই ডিফেন্ডার। এইচএনকে সিবেনিকের সঙ্গে দ্বিতীয়বার অনুশীলন করার সময়েই চোট পান সন্দেশ। চিকিৎসা করাতে ফিরে আসেন ভারতে। তখন থেকেই দেশে রয়েছেন তিনি। এই সময়ই সন্দেশকে পাওয়ার লক্ষ্যে তাঁর এজেন্টের সঙ্গে কথাবার্তা চালান এটিকে মোহনবাগান কর্তারা। জানা যায় বুধবার রাতে চুক্তিপত্রে সই করেন সন্দেশ।
আশা করা হচ্ছে, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বির ফিরতি লেগে মাঠে নামবেন সন্দেশ। এখন এটিই দেখার, নতুন কোচ জুয়ান ফেরান্ডোর অধীনে কেমন পারফর্ম করেন বাগানের তারকা ডিফেন্ডার।
আরও পড়ুন:Sc EastBengal: শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লাল-হলুদ ব্রিগেড