ফের জলসায় করোনার হানা। বিগ বি-র (Big B) বাড়ির এক কর্মী কোভিড (Covid) আক্রান্ত হয়েছেন। নিজেই ব্লগ একথা জানিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ২ জানুয়ারি বাড়ির কর্মীদের করোনা পরীক্ষা করান অমিতাভ। ৩১ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে। “বাড়ির কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে।” তখনই ধারণা হয় যে তার পরিবারের কেউ করোনা আক্রান্ত। পরে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, কর্মীদের মধ্যে থেকে একজন কোভিড পজেটিভ।

২০২০ সালে করোনা আক্রান্ত হন অমিতাভ। একই সঙ্গে আক্রান্ত হন অভিষেক, ঐশ্বর্যা এবং তাঁদের মেয়ে আরাধ্যা। তারা সেরে ওঠেন। এবার আক্রান্ত জলসার কর্মী।
আরও পড়ুন:Delhi High Court: দিল্লি হাইকোর্টের বিশেষ রায়: বেনজির অনুমতি পেলেন অন্তঃসত্ত্বা












































































































































