কোচ বদল হলো, নতুন বছর এলো, তবু জয়ের মুখ দেখল না এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। সৌরভ দাসের (Sourav Das) আত্মঘাতী গোলের কারণে মঙ্গলবার বেঙ্গালুরু এফসির ( Bengaluru Fc) সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-হলুদ ব্রিগেড। যদিও দলের খেলায় খুশি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন হেড কোচ রেনেডি সিং। তিনি বলেন, ছেলেদের লড়াই দেখে আমি খুশি।

সাংবাদিক সম্মেলনে রেনেডি বলেন,” যদি আপনি দেখেন যেভাবে ছেলেরা লড়াই করেছেন, আপনিও সন্তুষ্ট হবেন। আমরা ম্যাচের আগে গঠনগত বিষয় নিয়ে কথা বলছিলাম, ওরা শেষ অবধি নিজেদের ধরে রেখে খেলেছে। একটি বড় সুযোগ এসেছে, এছাড়া আর কোনও বিশেষ সুযোগ আসেনি তাদের জন্য। কিন্তু আমরা তিনটি বড় সুযোগ পাই, যেখানে আমরা একটি গোল করি এবং আরও দুটি করতে ব্যর্থ হই। আবারও বলছি, যে খেলোয়াড় আমাদের হাতে রয়েছে, আর এত বেশি বিদেশি বাইরে থাকায় আমরা দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারি না। কিন্তু মাঠে যে কজন খেলোয়াড় ছিলেন, যেভাবে ওরা লড়াই করেছে, আমি সত্যিই ওদের জন্য গর্বিত।”

এতদিন প্রথম একাদশে জায়গা হয়নি। মঙ্গলবার প্রথম একাদশে জায়গা পেয়ে নিজেকে প্রমাণ করেছেন আদিল খান। আদিলের পারফরমেন্স নিয়ে রেনেডি বলেন,”আমি খুবই চিন্তিত ছিলাম, চোট সারিয়ে অনেক দিন পর ও ফিরে এসেছিল। কারণ আমরা জানি কিভাবে আদিল খেলতে পারে, কিন্তু গত কয়েক মাসে ও পুরোপুরি ফিট ছিল না। কিন্তু আজ ও আমায় ভুল প্রমাণ করেছে, ও দেখিয়ে দিয়েছে যে ও খেলতে পারে। আমার মনে হয় আজ ও ভালো খেলেছে। যার পুরস্কার ও পেয়েছে।”











































































































































