ডানকুনিতে ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়া জখম যাত্রীর হাসপাতালে মৃত্যু

0
2

করোনা (Corona) মহামারি আবহেই অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেন। আর বাদুর ঝোলা হয়ে সেই ভিড়ের চাপেই ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী। গুরুতর জখমও অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসার পরও শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

আজ, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ডানকুনি (Dankuni) ও বেলানগর স্টেশনের মাঝে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি তাঁকে। জানা গিয়েছে, তিনি পরিবার নিয়ে কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে আসছিলেন। এই ঘটনার পরই মৃত ব্যক্তির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন- Corona: রাজ্যে করোনা চিকিৎসায় বন্ধ অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ: নির্দেশ স্বাস্থ্য ভবনের

উল্লেখ্য, রাজ্যে করোনা বিধি চালু হওয়ার পর লোকাল ট্রেনে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। গতকাল সোমবারও ট্রেন থেকে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটেছে। বারুইপুর ও ব্যারাকপুরে দুই মহিলাকে থেকে পড়ে গিয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। একই ঘটনা ঘটেছে দমদম ও বনগাঁতে। ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে গিয়ে জখম দুই যাত্রী।