সবাইকে চমকে দিয়ে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( Virat Kohli)। পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ান তিনি। যার ফলে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল(KL Rahul)। কোহলি জায়গায় দলে এসেছেন হনুমা বিহারী (Hanuma Vihari)। আর এই ম্যাচ থেকে কোহলি সরে দাঁড়ানোর জন্য কেপটাউনে তাঁর শততম খেলা হচ্ছে না। শততম ম্যাচের জন্য কোহলিকে অপেক্ষা করতে হবে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের জন্য।

এদিন টসের সময় রাহুল বলেন,” দুর্ভাগ্যজনক ভাবে কোহলির পিঠের উপরের দিকে ব্যথা বেড়েছে। তাই ও জোহানেসবার্গে খেলতে পারছে না। দলের ফিজিও ওর দেখভাল করছে। তবে কেপটাউনে কোহলি খেলবেন।”













































































































































