আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) দ্বিতীয় টেস্ট। সোমবার জোহানেসবার্গে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসায় মাতলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)।

এদিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন,” আমি জানি বাইরে বিরাটকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এমনকী এই টেস্টে খেলার আগেও বিরাটকে নিয়ে চর্চা চলছে। কিন্তু সত্যি বলতে, মানসিক দিক থেকে দল অনেক ভাল জায়গায় রয়েছে এবং খোদ দলের নেতাই এ ব্যাপারে বাকিদের নেতৃত্ব দিচ্ছে। যে ২০ দিন আমরা এখানে রয়েছি, সেই ক’দিনে অসাধারণ মানসিক অবস্থার মধ্যে রয়েছে বিরাট। যে ভাবে অনুশীলন করেছে, শরীরচর্চা করেছে এবং গোটা দলের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছে, তা প্রশংসনীয়। এর থেকে ভাল ভাবে আমি অন্তত ওর সম্পর্কে বলতে পারব না।”

দীর্ঘদিন ধরে ব্যাটে রান পাচ্ছেন না চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কে রাহাণে। এদিন তাদের সমর্থনেও কথা বললেন দ্রাবিড়। এই নিয়ে ভারতীয় কোচ বলেন,”দীর্ঘদিন ধরে খেলতে থাকলে এ রকম সময় আসতেই পারে। হয়তো কোনও ব্যাটার ভাল ব্যাট করছে কিন্তু সে বড় রান করতে পারছে না। এদের ক্ষেত্রেই ব্যাপারটা এক। তবে ভাল খবর হল এটাই, এদের যথেষ্ট ভাল মেজাজে দেখতে পাচ্ছি। ওরা ভালই জানে কী ভাবে বড় রান করতে হয়। ওদের অনুশীলন এবং প্রস্তুতি দেখে বুঝতে পারছি, বড় রান পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।”
আরও পড়ুন:Lionel Messi: এবার করোনায় আক্রান্ত লিওনেল মেসি, আক্রান্ত পিএসজির আরও তিন ফুটবলার












































































































































