এবার করোনায় ( Corona) আক্রান্ত লিওনেল মেসি( Lionel Messi) । রবিবার এমনটাই জানান হল পিএসজির (PSG) পক্ষ থেকে। শুধু মেসি নন, করোনায় আক্রান্ত দলের আরও তিন ফুটবলার। এরা হলেন, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং ন্যাথন বিটুমাজালা।

এদিন পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “চারজন ফুটবলারের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এরা হলেন লিওনেল মেসি, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং ন্যাথন বিটুমাজালা। ওরা বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। এবং সমস্ত বিধিনিষেধ মেনে চলছেন।”
সোমবারই রয়েছে পিএসজির পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ ভানেস। তবে সেই ম্যাচ হবে কিনা তা এখনও জানান হয়নি।













































































































































