নতুন বছরের প্রথম দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কৈখালির(Koikhali) রায়াসনিক কারখানায়(camical factory)। যার জেরে মৃত্যু হয় এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনার তদন্তে নেমে রবিবার গ্রেফতার করা হল অভিযুক্ত কারখানার মালিক পবন আগরওয়ালকে(PAvan Agarwal)। অভিযুক্তকে আজই তোলা হয়েছে ব্যারাকপুর আদালতে। পাশাপাশি আগুন লাগার কারন জানতে ভস্মীভূত ওই কারখানায় গিয়েছে ফরেনসিক টিম।
বিমানবন্দরের পাঁচিল লাগোয়া এই রাসায়নিক কারখানায় সর্বদাই মজুত থাকত বিপুল পরিমান দাহ্য পদার্থ। অভিযোগ এখানে অবৈধভাবে মজুত থাকত রাসায়নিক। ছিল না উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। শুধু তাই নয়, নিয়ম না মেনেই গড়ে উঠেছিল কারখানাটি। দমকলের তরফে সমস্ত অভিযোগ হাতে পাওয়ার পর রবিবার ওই কারখানার মালিক পবন আগরওয়ালকে গ্রেফতার করে পুলিস। উল্লেখ্য, শনিবার নববর্ষের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কৈখালির ওই রাসায়নিক কারখানায়। দমকলের ১৭ টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। আগুন নেভাতে হাত লাগায় বিমানবন্দরের দমকল বিভাগও। আগুন নেভার পর দেখা যায় কারখানার ভিতর আগুনে ঝলসে যাওয়া একটি মৃতদেহ পড়ে রয়েছে। পরে জানা যায় মৃত ব্যক্তি কারখানারই নিরাপত্তারক্ষী। মৃতের নাম কানাই সাঁতরা। বয়স ৬৪। আগুন লাগার পর কারখানা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি।