বাংলায় ফের মিলল করোনায় আক্রান্তের হদিশ। রবিবার পর্যন্ত রাজ্যে করোনার এই নয়া স্ট্রেনে ২০ জন আক্রান্তের খোঁজ মিলেছে। রাজ্যের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতায়। সরকারি বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৯ টা থেকে শনিবার সকাল ৯ টার মধ্যে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন।
আরও পড়ুন:Covid-19: করোনা মোকাবিলায় কী কী বিধিনিষেধ রাজ্যে, ঘোষণা করতে চলেছে নবান্ন
উৎসবের মরশুমে করোনা বিধিনিষেধকে কার্যত শিকেয় তুলে ব্লগাহীন উছ্বাসে মেতেছে রাজ্যবাসী। যার জেরে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ফলে উদ্বেগ বেড়েছে সরকারের। যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন বছরের প্রথম দিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করেছে।
রাজ্যে করোনার প্রথম ঢেউয়ে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজারের সামান্য বেশি। মহামারীর ‘তৃতীয় ঢেউ’-র শুরুতেই সেই সমস্ত রেকর্ড ভেঙে দিল করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হল ৪ হাজার ৫১২ জন। তাঁদের মধ্যে অধিকাংশই কলকাতার বাসিন্দা। এই পরিস্থিতিতে রবিবার স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব। সূত্রের খবর, রাজ্যে আগামিকাল থেকেই নয়া বিধিনিষেধ জারি হতে চলেছে। লকডাউন নাকি আংশিক লকডাউন কোন পথে হেঁটে করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে চলেছে নবান্ন, এখন সেটাই দেখার।