Siliguri: আত্মঘাতী পুত্রহন্তা বাবা! ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে কুপিয়ে খুনের অভিযোগ

0
2

মানসিক ভারসাম্যহীন ছেলেকে ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। আত্মঘাতী হযেছেন বাবাও। শুক্রবার ভোরে শিলিগুড়ি (Siliguri) পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ভারতনগরে ঘটনাটি ঘটেছে। পুলিশ (Police) সূত্রে খবর, মৃত ছেলের নাম সুভাষ। তাঁর বাবার নাম পার্থ রায়। অভিযোগ, পার্থর স্ত্রী জানান, রাতে তাঁর স্বামী বিরিয়ানি এনেছিলেন। সেটা খেয়ে সকলে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে তিনি দেখেন ছেলের রক্তাক্ত দেহ মেঝেয় পড়ে রয়েছে। পাশের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে পার্থর দেহ।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ছেলেকে সুস্থ করতে পার্থ বহু চিকিৎসা করিয়েছেন। প্রচুর খরচ করেছেন। কিন্তু ছেলে সুস্থ হয়নি। ইদানীং এতটাই উন্মত্ত হয়ে যেত যে বাড়িতে বা আশেপাশে কেউ গেলে মারধরের চেষ্টা করত বলে অভিযোগ। ছেলেকে নিয়ে অবসাদে ভুগছিলেন বলেই এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন বলে অনুমান। দেহ ২টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন- Corona: রাজ্যে করোনায় আক্রান্ত ৬০ দন্তচিকিৎসক, ২৫ জন চিকিৎসক ডেন্টাল কলেজেরই