পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের(assembly election) সময় যত এগিয়ে আসছে দেশজুড়ে বিজেপির বেহাল ছবিটা ততই স্পষ্ট হচ্ছে। শাসক দল হিসেবে ক্ষমতায় থাকলেও এবার কর্নাটক পুরভোটে লজ্জার হারের মুখে পড়তে হলো বিজেপিকে(BJP)। অন্যদিকে নির্বাচনে বড় জয় পেল কংগ্রেস(Congress)।
কর্নাটক রাজ্যের কুড়িতে জেলার ৫৮ টি পুরসভার ১,১৮৪টি আসনে ছিল নির্বাচন। সেখানে কংগ্রেস প্রার্থীরা জিতেছেন ৫০১টিতে। বিজেপি ৪৩৩, জেডি(এস) ৪৫ এবং নির্দল ও অন্যেরা ২০৫টি আসনে জিতেছে। কংগ্রেস ৪২.০৬, বিজেপি ৩৬.৯ এবং জেডি(এস) ৩.৮ এবং নির্দল ও অন্যেরা ১৭.২২ শতাংশ ভোট পেয়েছে। আসন ভিত্তিক জয়ের হিসেব থেকে দেখা যাচ্ছে, অন্তত ২৫টি পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। আরও কিছু পুরসভায় তারা একক বৃহত্তম দল। নির্দল এবং অন্য ছোট দলগুলির সমর্থন নিয়ে সেখানে কংগ্রেসের বোর্ড গড়ার সম্ভাবনা। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং তাঁর ছেলে তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দল জেডি(এস) ত্রিশঙ্কু পুরসভাগুলিতে বিজেপি-র সঙ্গে হাত মেলাতে পারে বলে ইঙ্গিত মিলেছে।