টিভি দেখানোর নাম করে বাড়িতে ডেকে সাত বছরের বালিকাকে ধর্ষণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়া জেলার(Chunchura District) তালডাঙা গ্রামে(Taldanga villege)। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে প্রতিবেশী যুবক সুজন বাউল দাসের(২২) বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।

জানা গিয়েছে, বাবা, মা, বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সাত বছরের ওই নাবালিকাকে নিজের বাড়িতে টিভি দেখানোর নামে নিয়ে যায় প্রতিবেশী যুবক সুজন। সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাজ থেকে ফিরে শিশুটির বাবা মা দেখে মেয়েটি কান্নাকাটি করছে। এরপরই বাবা মাকে গোটা ঘটনার কথা জানায় শিশুটি। শিশুটিকে এরপর দ্রুত চিকিৎসার জন্য পান্ডুয়ায় গ্রামীন হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করেন ডাক্তাররা। সেখানেই আপাতত চিকিৎসা চলছে শিশুটির। গোটা ঘটনায় পান্ডুয়া থানায় অভিযুক্ত সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।













































































































































