Under 19 Asia Cup: এবার করোনার হানা অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে, বাতিল হল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম‍্যাচ

0
2

ফুটবলের পর ক্রিকেট। এবার করোনার (Corona) হানা অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ( Under 19 Asia Cup)। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচের দায়িত্বে থাকা দুই আধিকারিক আক্রন্ত হন করোনায়। আর এর ফলে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভেস্তে যায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম‍্যাচ। রান রেট বেশি থাকায় সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। বৃহস্পতিবার শারজায় হবে সেই খেলা।

এদিন খেলা শুরু হওয়ার পরে ৩২.৪ ওভার ব্যাট করে বাংলাদেশ। তার পরেই জানা যায় ম্যাচের দায়িত্বে থাকা দুই আধিকারিকের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সেই ম‍্যাচ। দুই দলের পয়েন্ট এক হলেও রান রেট বেশি থাকায় বি গ্রুপের শীর্ষে শেষ করে বাংলাদেশ। ফলে এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে তারা।

এদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে,”এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আমিরশাহি ক্রিকেট বোর্ড যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যে, ম্যাচের সঙ্গে যুক্ত প্রত্যেকের করোনা পরীক্ষা হবে। যত ক্ষণ না সেই রিপোর্ট আসছে তত ক্ষণ সবাইকে আলাদাভাবে  থাকতে হবে।”

আরও পড়ুন:Ravi Shastri: শামিতে মুগ্ধ শাস্ত্রী, টুইটারে বিশেষ বার্তা প্রাক্তন কোচের