টানা ২৯ বছর কেটেছে পাক জেলে, অবশেষে ঘরে ফিরলেন কুলদীপ সিং

0
2

এ যেন সিনেমা! টানা ২৯ বছর পাক জেলে কাটানোর পর শেষ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বাড়িতে ফিরেছেন কুলদীপ সিং। এখনও বেঁচে রয়েছেন এটাও মাঝে মাঝে অবিশ্বাস্য লাগছে কুলদীপের। দিনের পর দিন পাকিস্তানের জেলে অমানবিক অত্যাচার সহ্য করে শেষপর্যন্ত ঘরে ফিরেছেন কুলদীপ।

১৯৯২ সালে ভুল করে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন পাক সীমানায়। তার পর থেকে প্রায় তিন দশক লাহরের কুখ্যাত কোট লাখপত জেলেই দিন কাটিয়েছেন কুলদীপ। চরবৃত্তির অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় পাক আদালত। শেষপর্যন্ত পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের তৎপরতায় মুক্তি পেয়েছেন গত ২০ ডিসেম্বর। পরিবারের লোকজন তাঁরে দেখে খুশিতে লাফিয়ে উঠলেও জেল জীবনের কথা মনে পড়লে এখনও আঁতকে ওঠেন কাঠুয়ার এই বাসিন্দা।

গত দিন দশকে তার ওপর কী পরিমাণ নির্মম অত্যাচার হয়েছে তাও জানিয়েছেন কুলদীপ। জানিয়েছেন জেলজীবনের দুর্বিসহ কাহিনী, অমানবিক অত্যাচেরের কথা। এইসব কাটিয়ে টানা ২৯ বছর পর ঘরে ফিরেছে স্বামী। এনিয়ে কুলদীপের স্ত্রী ঊর্মিলা বলেন, আমাদের পরিবারের জন্য এটা এক বিশাল দিন। ওর এক নতুন জন্মদিন। আমাদের সবার বড়দিন এটা। জীবনের একটা বড় অংশ কেটে গিয়েছে জেলে। এইসঙ্গে ভয়ংকর অত্যাচার সহ্য করেছেন দিনের পর দিন। সেই মানুষটাই শুক্রবার বললেন, “দেশের জন্য কোনও ত্যাগ স্বীকারে কখনও পিছপা হলে চলবে না।”

আরও পড়ুন- ফের ভাঙন! আসানসোল পুরভোটের আগে তৃণমূলে ৩ বারের বাম কাউন্সিলর