Gangasagar: দিদি প্রধানমন্ত্রী হলে দেশের উন্নতি হবে: মহন্ত জ্ঞানদাস

0
3

গঙ্গাসাগরকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) নিজের হাতে সাজিয়েছেন। পশ্চিমবঙ্গকে সাজিয়েছেন। দেশকে সাজাতে এমনই নেত্রী দরকার। মঙ্গলবার, গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন মহন্ত জ্ঞানদাস (Gyan Das)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। তাঁর মতো নেত্রী যদি দেশের প্রধানমন্ত্রী হন দেশের উন্নতি হবে। সেই কারণেই মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চান কপিল মুনি আশ্রমের মহন্ত।

এর পাশাপাশি মহন্ত জ্ঞানদাস বলেন, গঙ্গাসাগর থেকে আগে কেউ মন্ত্রী হয়নি৷ এবার মমতা এখান থেকে মন্ত্রী করেছেন। কপিল মুনির আশ্রমের মতে, মমতা গঙ্গাসাগরের যে উন্নয়ন করেছেন আগে কখনও এমন কাজ হয়নি। মহন্তের কথায়, “দেখুন কত বিজেপির লোক তৃণমূলে আসতে চাইছে। দিদি তাদের নিচ্ছে না অনেককে। মমতা বন্দোপাধ্যায়ের দিন আজ৷ দিদি আমাদের বোন। লক্ষ্মী ও দুর্গা উনি।” জ্ঞানদাসের কথায়, “উনি একেবারেই বদলাননি। আমার আশীর্বাদ ওনার সঙ্গে আছে।”

আরও পড়ুন- Gangasagar: কুম্ভ জাতীয়মেলা হলে গঙ্গাসাগর নয় কেন? কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী