রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল (Director General) হলেন মনোজ মালব্য (Manoj Malviya)। আগামী দু’বছরের জন্য স্থায়ী ডিজি-র দায়িত্ব সামলাবেন তিনি। মঙ্গলবার, এই বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। ১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ ৩১ অগাস্ট থেকে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি, পুলিশের ডিজি (আধুনিকীকরণ) এবং আইজিপি ছিলেন তিনি। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোজ মালব্যকে দ্রুত নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।

বীরেন্দ্রর (Birendra) মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যে কেউ স্থায়ী ডিজি ছিলেন না। মনোজ মালব্য, বিবেক সহায়, নীরজনয়ন পান্ডে, অধীর শর্মা, সুমন বালা সাহু, গঙ্গেশ্বর সিংয়ের নাম কেন্দ্রের কাছে পাঠায় নবান্ন। তালিকা দেখে মনোজের নামে সিলমোহর দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে, দু’বছরের জন্য রাজ্যের স্থায়ী ডিজি হলেন তিনি।
আরও পড়ুন- ক্যান্সার রোগীদের মুখে হাসি ফোটাতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলেন ‘হসপিটাল ম্যান’




 
 
 
 
 

 
 
 





























































































































