জয় দিয়ে আইলিগের (I-League)অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan Sporting Club)। সোমবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে দিল্লির সুদেবা এফসিকে ২-১ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে গোল দুটি করেন শেখ ফৈয়াজ এবং মার্কাস। ম্যাচের সেরা মার্কাস।

প্রথমার্ধের ১২ মিনিটেই গোলের লকগেট খুলে ফেলে মহমেডান। সার্বিয়ান মিডফিল্ডার নিকোলা স্ট্যানকোভিচের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন শেখ ফৈয়াজ। প্রথমার্ধে আর কোনও গোল না হলেও বিরতির পরই ব্যবধান বাড়ায় মহমেডান। এবার সেই মার্কাস জোশেফের অসাধারণ ফিনিশিংয়ে দলের দ্বিতীয় গোল। বক্সের বাইরে সুদেবার ডিফেন্ডাররা মার্কাসকে অনেক সময় দেন বল দখলে রাখতে। বাঁ-পায়ের দুরন্ত বাঁকানো শটে সুদেবা গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন ত্রিনিদাদ ও টোবাগোর ফরোয়ার্ড। ম্যাচের ইনজুরি টাইমে অভিজিৎ সরকারের গোলে ব্যবধান কমায় সুদেবা।
আরও পড়ুন:India team: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল













































































































































