India team: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল 

0
4

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U-19 Asia Cup) সেমিফাইনালে পৌঁছে গেল ভারত(India)। সোমবার আফগানিস্তানকে ( Afghanistan) ৪ উইকেটে হারাল যশ ঢুল্লার দল। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা।

সোমবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৯ তোলে আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে দুরন্থ ব‍্যাটিং অধিনায়ক সুলেমান সফি এবং ইজাজ আহমেদ আহমেদজাইয়ের। ৭৩ করেন তিনি। ইজাজ আহমেদ আহমেদজাই অপরাজিত থাকেন ৮৬ রানে। ভারতের হয়ে একটি করে উইকেট নেন রাজবর্ধণ, রাজ বাওয়া, ভিকি ওটসওল, কুশল তাম্বে।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং ওপেনার হারনুর সিং। ৬৫ রান করেন তিনি। ৪৩ রানে অপরাজিত রাজ বাওয়া।

আরও পড়ুন:ব‍্যাট হাতে শতরান মনোজ তিওয়ারির, ১০৩ রানে অপরাজিত তিনি