বঙ্গে বিজেপিকে(BJP) পর্যুদস্ত করার পর গোটা দেশের সংগঠনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ঘাসফুল শিবির(TMC)। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই মেঘালয় বিরোধী দল হিসেবে মর্যাদা পেয়েছে তারা। এরই মাঝে মেঘালয়ের(Meghalaya) মন্ত্রীর গলায় শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী(ChiefMinister) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভূয়সী প্রশংসা। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই প্রশংসা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ইনডং চা বাগানে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেঘালয়ের মন্ত্রী দশাখিয়াত লামারে। সেখানেই বাংলার তৃণমূল সরকারের কাজের প্রশংসা করে তিনি জানালেন, “পশ্চিমবঙ্গ সরকার ভাল কাজ করছে। রাজ্যের উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা নেওয়া উচিৎ। বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মানুষের এবং রাজ্যের উন্নয়নের জন্য মিলিতভাবে কাজ করতে হবে।” উল্লেখ্য, বর্তমানে মেঘালয় রাজ্যের শাসকদল বিজেপির জোটসঙ্গী ন্যাশনাল পিপলস পার্টি। আর এই দলেরই বিধায়ক দশাখিয়াত লামারে। মন্ত্রীর এই বক্তব্যের সময় তার পাশে উপস্থিত ছিলেন নাগ্রাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা-ও।
আরও পড়ুন:আলুসহ ৭ ফসলের বিমার সময় বৃদ্ধি রাজ্য সরকারের
উল্লেখ্য, দেশজুড়ে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এখনো পর্যন্ত তৃণমূলের সর্বাধিক সাফল্য উঠে এসেছে মেঘালয় থেকে। গত ২৫ নভেম্বর তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)-সহ ১২ জন বিধায়ক। আর এই যোগদানের পরই মেঘালয়ের বড়সড় ধাক্কা খায় কংগ্রেস। বিরোধী দল হিসেবে উঠে আসে তৃণমূল। এখন তাদের লক্ষ্য শাসক দল হিসেবে ক্ষমতা দখল করা। এমন পরিস্থিতির মাঝে রাজ্যের মন্ত্রীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।















































































































































