Mayor Room: এবার পূর্ণ সময়ের মেয়র ফিরহাদ, নতুন ভাবে সেজে উঠছে কার্যালয়

0
4

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই চলবে কলকাতা পুরসভা। মেয়র হিসেবে তাঁর নাম ঘোষণার পরেই জানিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ২৮ ডিসেম্বর (December) কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়রের শপথ গ্রহণ। সেদিন থেকেই কাজ শুরু করে দেবেন বলে শুক্রবার কাউন্সিলর পদে শপথ নেওয়ার পর জানিয়েছেন ফিরহাদ। তাই সেজে উঠছে তাঁর অফিস।

আরও পড়ুন-Jagdeep Dhankhar: হাওড়া-বালি পুরসভা পৃথকীকরণ সংশোধনী বিলে সই অস্বীকার রাজ্যপালের

শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর ২০১৮ সালের ৩ ডিসেম্বর দায়িত্বভার গ্রহণ করে ফিরহাদ হাকিম। নিয়ম অনুযায়ী ২০২০-র ৭ মে মেয়রের পদের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর থেকে পুর প্রশাসক হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন ফিরহাদ। এবার তিনি পূর্ণ সময়ের মেয়র। তার আগে যে ঘরে তিনি বসবেন সেটি সেজে উঠছে। দেয়ালে লাগানো হয়েছে তাঁর পছন্দের ফ্লোরাল ওয়ালপেপার। ঘরের মেঝেতে বসেছে সবুজ কার্পেট। বর্তমান মেয়রের ঘরেই লাগানো থাকবে আগের সব মেয়রদের ছবি। কলকাতা পুরসভার মেয়রের ঘরে ঢোকার আগেই নজরে পড়ে তাঁর নাম লেখা নেমপ্লেট। কিন্তু রং এর কারণে আপাতত খোলা রয়েছে সেটি। রঙের পর আবার লাগিয়ে দেওয়া হবে। বদল করা হচ্ছে কিছু আসবাব। পুরনো আসবাবের পাশাপাশি চাহিদা অনুযায়ী নতুন আসবাব রাখা হচ্ছে। সব মিলিয়ে নতুন মেয়রের রুচি-পছন্দ অনুযায়ী সাজছে তাঁর কার্যালয়।