ফের একবার রাজধানীর মাটিতে নিশংস হত্যা কান্ডের(Murder) ঘটনা ঘটল। গণপিটুনির(Mob lynching) পর পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হলো যুবককে। ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরো একজন। ঘটনাটি ঘটেছে দিল্লির সঙ্গম বিহার(Sangam Vihar) এলাকায়। ইতিমধ্যেই ওই হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই রমজান আলি(Ramjan Ali) নামে এক যুবককে গ্রেফতার(Arrest) করা হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে।
জানা গিয়েছে, গত সোমবার রাতে সঙ্গমবিহারে (Sangam Vihar)দুই যুবক – যতীন এবং পঙ্কজ বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি সেরে নিজেদের বাড়ি ফিরছিল। দু’জনেরই বয়স একুশের মধ্যে। রাস্তায় আচমকাই তাঁদের ঘিরে ধরে জনা আটেক যুবক। এরপর আচমকাই চলে হামলা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ২ জনকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি মারছে অভিযুক্তরা। এরপর রাস্তার ধারে পড়ে থাকা পাথর দিয়ে তাঁদের মাথা থেঁতলে দেওয়া হয়। এরপর ঘটনাস্থল থেকে পালানোর আগে দু’জনকে রাস্তার পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়। আরও অভিযোগ, এঁদের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়েও নিয়েছে অভিযুক্তরা।
আরও পড়ুন:তারাতলা-বজবজগামী সম্প্রীতি উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩
এই ঘটনার প্রায় ১০ ঘন্টা পর মঙ্গলবার দুপুর নাগাদ হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ। হামলার মুখে পড়া পঙ্কজ কুমার নামে এক ব্যক্তিই জখম অবস্থায় পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। গণপিটুনি ও ডাকাতির অভিযোগ দায়ের করা হয় প্রাথমিকভাবে। কতক্ষণে যতীন দাস নামে অপর এক যুবকের মৃত্যু হয়েছে। পঙ্কজ জখম অবস্থায় AIIMS-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হর্ষ বর্ধন মান্ডব্য জানান, ৩০২ ধারায় খুনের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে নেমে রমজান আলি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।