Traffic Police: পিছিয়ে পড়া পরিবারের শিশুদের বড়দিনের উপহার ওসি সৌভিকের

0
4

ছোটবেলার বিশ্বাস বড়দিনের রাতে মোজার ভিতর উপহার দিয়ে যায় সান্তাক্লজ। বাস্তবে বিভিন্ন রূপে দেখা দেয় সে। ছোটদের মুখে হাসি ফোটাতে বড়দিনের সময় তুলে দেয় উপহার। এবছর তেমনই উপহার পেল সায়ান্স সিটি সংলগ্ন এলাকার পিছিয়ে পড়া পরিবারের শিশুরা। শুক্রবার, তাদের হাতে কেক, চকলেট, বিস্কুট, ফলের রস, কম্বল, খেলনা তুলে দেন তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Gaurd) ওসি সৌভিক চক্রবর্তী ( OC Souvik Chakraborty)।

এদিন সকাল ১১টা নাগাদ এলাকার ৬০ জন পিছিয়ে পড়া পরিবারের শিশুর হাতে উপহার সামগ্রী তুলে দেন সৌভিক। অপ্রত্যাশিত রঙিন গিফট হ্যাম্পার পেয়ে আপ্লুত ছোটরা। ওসিই বাস্তব জীবনে তাদের কাছে সান্তাক্লজ।

আরও পড়ুন- Howrah-Bali: কাটল হাওড়া পুরভোট জট, সংশোধনী বিলে স্বাক্ষর রাজ্যপালের

এর আগেও দরিদ্র মানুষের হাতে লকডাউন খাবার, প্রয়োজনীয় সামগ্রী, আবার কখনও শীতের কম্বল তুলে দিয়েছেন শৌভিক। তাঁর কাজ প্রশংসিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন পুরস্কার। তবে, ওসির কথায় শিশুদের মুখের হাসিই তাঁর কাছে শ্রেষ্ঠ পুরস্কার।