উৎসবের মরসুমে কোথাও যাতে কোনও নাশকতামূলক কাজ না ঘটে সেদিকে কড়া নজর রাজ্য প্রশাসনের। সূত্রের খবর, বৃহস্পতিবার, রাজারহাটে (Rajarhat) এসটিএফের অভিযানে ১৩ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে কার্বাইন, ৯ এমএম পিস্তল-সহ অস্ত্র। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিনে বিকেল চারটে নাগাদ সাপুরজি আবাসনের বাসস্ট্যান্ডে অভিযান চালায় রাজ্য পুলিশের STF। কিছুদিন আগে ওই আবাসনেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়। বাসস্ট্যান্ড (Bus Stand) থেকে বিস্ফোরক ও অস্ত্র-সহ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া ১৩ কেজি বিস্ফোরকের ধরনের তা জানার চেষ্টা চালানো হচ্ছে। ধৃতদের জেরা করে, কী উদ্দেশ্যে, কোথায় এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে এসটিএফ। একই সঙ্গে এতে আর কে বা কারা জড়িত তাও জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন:Hoogli: হুগলিতে পূর্ত কর্মাধ্যক্ষই সান্তাক্লজ! খুশি আট থেকে আশি