কলকাতাকে সারা পৃথিবীর মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট তৈরি করব। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে কলকাতা পুরসভার দলীয় পদাধিকারী নির্বাচন করতে গিয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ২টোর এই সভা থেকে দলের নতুন কাউন্সিলরদের কাছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কোনওরকম ঢিলেমি সহ্য করবে না দল। প্রতি ৬ মাস অন্তর রিপোর্ট কার্ড তৈরি করতে হবে। সেখানে যদি দেখা যায় কোথাও কেউ সন্তোষজনক কাজ করছে না, তাহলে রেয়াত করা হবে না। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মানুষকে যেন পরিষেবার জন্য ঘুরে বেড়াতে না হয়। নালি পরিস্কার, জল জমা, ভ্যাট, রাস্তার দিকে নজর দিতে হবে। রাস্তায় পিচ করার সময় আগের ভাঙা পিচ তুলে করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সংখ্যালঘু এলাকায় বস্তি উন্নয়ন আর শৌচালয়ের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:নিজের পায়ে কুড়ুল মেরে নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি”, টুইটে ফের তোপ তথাগতর
দলের নতুন কাউন্সিলরদের সভায় একবার উঠে দাঁড়াতে বলেন মুখ্যমন্ত্রী। তাদের নিজের চোখে দেখে মুখ্যমন্ত্রীর বার্তা, মন দিয়ে কাজ শিখুন, মন দিয়ে কাজ করুন। যারা অন্য পেশা ছেড়ে দলের কাজ করবেন বলে এসেছেন, সেই কাউন্সিলরদের তিনি শুভেচ্ছা জানান। আলাদা করে নাম করেন পূজা পাঁজা, বসুন্ধরা গোস্বামী, সন্দীপন সাহা, রানা চক্রবর্তীর।













































































































































