পরীক্ষা শেষ। আজ ছিল রেজাল্ট আউট ।কলকাতা পুরভোটের ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূলের। ৮২ নম্বর ওয়ার্ড কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের।জয়ের পর ফিরহাদ (ববি) বলেন, ‘‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ মমতা’দির উন্নয়নের উপর ভরসা রেখেছেন। এই জয় মানুষের বিশ্বাসের জয়।’’
আরও পড়ুন:KMC Election:কলকাতা পুরসভা কার দখলে? আজ ভাগ্যনির্ধারণ

মঙ্গলবার কলকাতা পুরভোটের গণনার দিন সকালেই খোশমেজাজেই দেখা যায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আলিপুরের হেস্টিংস হাউস গণনাকেন্দ্রে দাঁড়িয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই হেরে বসে আছে বিরোধীরা। গণনার দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে গণনা কেন্দ্রে পৌঁছনোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। কিছুক্ষণ সেখানে কাটিয়ে বেরিয়ে যাওয়ার আগে ফিরহাদ বলেন , ”আমি মন্দিরে এসেছিলাম। সবসময় আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমার কাছে মন্দির।” তিরি আরও বলেন, সবাই আগে থেকেই যানেন যে চারিদিকে তৃণমূল কংগ্রেস জিতবে। ফলত খুব বেশি রেষারেষি নেই।


তিনি আরও বলেন যে বিরোধী দলের এজেন্টরা রয়েছেন তাদেরকেও তিনি জানিয়েছেন যেন তারা কোনও চিন্তা না করেন। পাশাপাশি কাউন্টিং যেন শান্তিপূর্ণ হয় সেই আহ্বান জানান। এদিকে, গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূল। ইতিমধ্যে একাধিক ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা। বেশিরভাগ ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল।দিকে দিকে শুরু হয়েছে বিজয় কর্মীদের উৎসব। ইতিমধ্যেই একাধিক ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা।
































































































































