চিকিৎসায় গাফিলতির ভয়ঙ্কর অভিযোগ। রোগীর ভাঙা বাঁ হাতের প্লেট খোলার পর তাঁর ডান হাত কেটে বাদ দিতে হল চিকিৎসককে। সুভাষ দাস (Subhas Das) নামে ওই রোগী খড়গপুর (Kharagpur) রেলওয়ের কর্মী। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য দফতর।

২০১৪ ফেব্রুয়ারিতে একটি দুর্ঘটনায় বাঁ হাত ভাঙে খড়গপুরের ঢেঁকিয়ার বাসিন্দা সুভাষ দাসের। অস্ত্রোপচারের পরে তার হাতে প্লেট বসানো হয়। ২০১৬-তে ফের চাকরিতে যোগ দেন সুভাষ। প্লেট বের করার জন্য চলতি বছরের ৬ নভেম্বর ওই চিকিৎসকের কাছে যান সুভাষ। তাঁর কথা মতো মেদিনীপুরের (Medinipur) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুভাষ। সেখানে ৬ ডিসেম্বর, অস্ত্রোপচারের সময় রোগীর ডান হাতে চ্যানেল করা হয়। হাতের অবস্থা খারাপ হয়ে যাওয়া তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়।

কলকাতায় ভর্তি হতে না পেরে গার্ডেন রিচে রেলওয়ে হাসপাতালে ভর্তি হন ওই রোগী। সেখানে আবার তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার (Kolkata) এক নার্সিংহোমে। সেখানেই ১১ ডিসেম্বর দুপুরে তাঁর ডান হাতের কবজি থেকে কেটে বাদ দেওয়া হয়।

এই ঘটনায়, ১২ ডিসেম্বর মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, গুড়গুড়িপাল থানা এবং মহকুমা শাসকের কাছে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা জানান, একটি অভিযোগ জমা পড়েছে। তদন্ত কমিটি তার তদন্ত শুরু করেছে। রিপোর্ট পেলে স্বাস্থ্য দফতরে জমা দেব। গুড়গুড়িপাল থানা সূত্রে খবর, অভিযোগের বিষয়টি স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। অসহায় সুভাষ দাসের মন্তব্য, সরকারি সাহায্য না পেলে, আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ নেই তাঁর।
আরও পড়ুন- ভালোবাসার রামধনু, কলকাতার যুবক বিয়ে করলেন হায়দরাবাদের প্রেমিককে


































































































































