মেহেন্দি, আইবুড়ো ভাত, গায়ে হলুদ, সম্প্রদান, আংটি বিনিময় শেষে বিদায়ী, কোনওটিই বাদ ছিল না। সকলের অনুমতি মেনেই চার হাত এক হল। তবে, কোনও নারী পুরুষ নয়। বরং, এই বিয়ে হল দুই পুরুষের।শনিবার হায়দরাবাদ সাক্ষী থাকলো এরকমই এক বিয়ের। গাঁটছড়া বাঁধলেন কলকাতার সুপ্রিয় চক্রবর্তী ও হায়দরাবাদের অভয় দং।

হোটেল ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি সুপ্রিয় এবং আমাজন সংস্থার সিনিয়র ম্যানেজার অভয় আট বছর ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কই পরিণতি পেলো গত শনিবার। আর এই সম্পর্ক পরিণতি পেলো যাঁর পৌরোহিত্যে তিনি নিজেও একজন রূপান্তরকামী, ডেভিড সোফিয়া। সব মিলিয়ে আত্মীয় -পরিবার-স্বজনের কাছে এই বিয়ের সন্ধে ব্যতিক্রমী।

২০১৮ সালে সমকামীদের স্বার্থরক্ষার বিল পাশ হওয়ার পর থেকে একের পর এক সমকামী সম্পর্ক পরিণতি পেয়েছে। কখনো তাতে থেকেছে প্রশংসা , আবার কখনো বিদ্রুপ-কটাক্ষ। তবে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে এই ব্যতিক্রমী পদক্ষেপগুলোই ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনাকে উন্নত করতে সহায়তা করবে বলেই বিশ্বাস শিক্ষিতমহলের।
আরও পড়ুন- Agitation: ফের অশান্তির চেষ্টা বিজেপির, মিছিল ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ





































































































































