করোনা আক্রান্তদের জিনোম পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত দিল্লি সরকারের

0
2

করোনা ভাইরাসের(Coronavirus) নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের(Omicron) দাপট গোটা বিশ্বে অব্যাহত | এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে আরও তৎপর হয়ে উঠল দিল্লি সরকার | করোনা আক্রান্ত ব্যক্তিদের জিনোমের পর্যায়ক্রমিক পরীক্ষার কথা ঘোষণা করেছেন দিল্লি(Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) | এবিষয়ে কেন্দ্রের কাছে অতিরিক্ত বুস্টারের জন্য আবেদনও জানিয়েছেন তিনি |

আগে এই ধারাবাহিক জিনোম পরীক্ষা কেবলমাত্র বিদেশ থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল | কিন্তু DDMA (Delhi Disaster Management Authority)-র বৈঠকে স্থির হয় সব কোভিড আক্রান্ত ব্যক্তিদের জন্যই এই জিনোম পরীক্ষা বাধ্যতামূলক | কোভিড এবং ওমিক্রনের দাপট দিন দিন বেড়ে চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে |

আরও পড়ুন:কয়লাখনির ছাড়পত্রে নারাজ ছত্তিশগড়, সোনিয়াকে চিঠি দিয়ে নালিশ রাজস্থানের মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ইতিমধ্যেই ২৪ ছাড়িয়েছে | এই পরিস্থিতিতে কপালে চিন্তায় ভাঁজ প্রশাসন থেকে স্বাস্থ্যকর্মী সকলেরই। এহেন সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী কোভিড আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে থাকার এবং সকলকে মাস্ক পরার কড়া নির্দেশ দিয়েছেন | সঙ্গে ওমিক্রন নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি তরফে। এদিকে কোভিড সংক্রমণ বেড়ে চলায় জনগণকে আরও ছ’মাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির কেজরিওয়াল সরকার |