তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার অভিযোগ করেছেন, সামনে যতই বিরোধিতা দেখাক আদপে বাম-বিজেপি-কংগ্রেস (Left-Congress-Bjp) গোপন আঁতাঁত করে চলছে রাজ্যে। রামধনু জোট রয়েছে। রবিবার, কলকাতা পুরভোটে এই অভিযোগে সত্যি হল। প্রকাশ্যে এলো ‘রামধনু জোট’। তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে এদিন দুপুরে বড়তলা (Bartala) থানার সামনে ধর্নায় বসে সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপির। যার যার দলীয় পতাকা নিয়ে একসঙ্গে স্লোগানিং করতে দেখা গিয়েছে রাজ্যের প্রধান তিন বিরোধীদলকে। বিরল ‘বিরোধী ঐক্য’র সাক্ষী থাকল উত্তর কলকাতা।

১৭ নম্বর ওয়ার্ডের অবাধে ছাপ্পাভোট চলছে- এই অভিযোগে বড়তলা থানার সামনে দলীয় প্রার্থীদের নিয়ে বিক্ষোভ দেখান সিপিআইএম এবং কংগ্রেসের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই অনুগামীদের নিয়ে সেখানে হাজির হন বিজেপি প্রার্থীরা। বাম-কংগ্রেসের সঙ্গেই ধর্নায় যোগ দেন তাঁরা।

এই রামধনু জোটকে কটাক্ষ করেছে তৃণমূল। দীর্ঘদিন ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন বিরোধী দলকে একসূত্রে বেঁধে আক্রমণ করে বলেন, এরা হল “জগাই, মাধাই এবং গদাই”। তিনদল মিলে রাজ্যের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া এবং দেশের সামনে রাজ্যকে বদনাম করার খেলায় মেতেছে। এদিন সেই ‘জগাই, মাধাই, গদাই’-র জোট প্রকাশ্যে এলো।
আরও পড়ুন- KMC Election: ‘যে কাজ করে তাঁকেই ভোট দেওয়া উচিৎ’, ভোট দিয়ে বললেন দেব




































































































































