মেজাজ হারিয়ে এক কুস্তিগীরকে সপাটে চড় বিজেপি সাংসদ তথা ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (Brijbhushan Sharan Singh) রাঁচিতে আয়োজিত হয়েছে অনুর্ধ্ব-১৫ কুস্তি জাতীয় চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে এক কুস্তিগীরকে সপাটে চড় মেরেছেন ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি। ভাইরাল সেই ভিডিও।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বয়সের কারণে ওই কুস্তিগীরকে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছিল না। সুযোগ দেওয়ার আবেদন জানাতে সেই কুস্তিগির পৌঁছে গিয়েছিলেন ফেডারেশনের সভাপতির কাছে। তখনই বিজেপি সাংসদ ব্রিজভূষণ মেজাজ হারিয়ে জুনিয়র কুস্তিগিরকে থাপ্পড় মারেন। এবং তার পরই মঞ্চ থেকে নেমে যান।
এই ঘটনার পর ব্রিজভূষণ জানিয়েছেন, “ওই প্রতিযোগীকে অংশ নিতে দিলে তা অন্য কুস্তিগীরদের উপর প্রভাব পড়ত। সেই জন্যই তাকে নামতে দেওয়া হয়নি।”
রইল সেই ভিডিও:
#यूपी के #भाजपा सांसद ब्रजभूषण शरण सिंह ने रांची में नौजवान कुश्ती खिलाड़ी को मंच पर ही थप्पड़़ों मारे ||
वीडियो वायरल pic.twitter.com/XLAKgP4MHZ— Sumit Kumar (@skphotography68) December 18, 2021
আরও পড়ুন:KL Rahul: দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটি হলেন কে এল রাহুল














































































































































