KMC 118: “নির্ভয়ে ভোট দিন, বাধা দিলে জানান”, হোর্ডিং লাগিয়ে প্রচার তারক সিংয়ের

0
4

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abishek Banarjee) স্পষ্ট বার্তা বাংলা ত্রিপুরা হবে না। তাই সন্ত্রাস বা গায়ের জোরে ভোট নয়। মানুষের সামনে মাথা নিচু করে ভোট চান। মানুষের ভালবাসা ও আশীর্বাদ নিয়ে ভোটে জিতে আসুন। অভিষেকের সেই বার্তাই এবার নিজের ওয়ার্ডের পুর ভোটের প্রচারে আনলেন ১১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কংগ্রেস প্রার্থী তথা কলকাতা পুরসভার (KMC) বিদায়ী মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং (Tarak Singh)।

ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে রীতিমতো হোর্ডিং লাগিয়ে তারক সিং তাঁর ওয়ার্ডের ভোটারদের কাছে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের বার্তা দিয়েছেন। যেখানে লেখা হয়েছে, “সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দান করার সময় যদি আপনাকে কেউ বাধা দান করে তা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাকে নিজে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেব।”

শুধু তাই নয়। সেই হোর্ডিংয়ে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর সহ বেহালা থানার বড়বাবু প্রসেনজিৎ পোদ্দার, নিউ আলিপুর থানার ওসি শৈবাল রায়ের ফোন নম্বরও জ্বল জ্বল করছে তারক সিংয়ের পুর প্রচারের এই অভিনব হোর্ডিংয়ে।

১১৮ নম্বর ওয়ার্ড থেকে গত দু’বারের জয়ী কাউন্সিলর তৃণমূলের দাপুটে নেতা তারক সিং এমন প্রচার প্রসঙ্গে বলেন, “ভোটে জেতার জন্য আমাকে গায়ের জোয়ারি করতে হয় না। সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি। তাই মানুষের আশীর্বাদ নিয়েই নির্বাচিত হই। এর আগে আমি ১১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম। তখনও মানুষকে ভোটদানের জন্য ভোটগ্রহণ কেন্দ্রে যেতে উৎসাহ দিতাম। আর ২০১০ সাল থেকে ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছি মানুষকে সঙ্গে নিয়ে। মানুষ উৎসবের মেজাজে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, এটাই সবসময় চেয়ে এসেছি।”

আরও পড়ুন:সিঙ্গুরে ‘ফ্লপ-শো’ বিজেপির, কৃষক ধর্নামঞ্চে দলীয়কর্মী এনে মুখরক্ষা শুভেন্দুর