১) বুধবার সাংবাদিক সম্মেলনে এসে নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিরাট কোহলি। বললেন, নির্বাচক কমিটির বৈঠকের দেড় ঘণ্টা আগে আমাকে জানান হয়, একদিনের ক্রিকেটে অধিনায়ক রাখা হচ্ছে না আমাকে।
২) বুধবার সাংবাদিক বৈঠকে বিসিসিআই প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে উড়িয়ে দিলেন বিরাট কোহলি। বললেন, টি-২০ ফর্মাটের অধিনায়কত্ব ছাড়তে কেউ বারণ করেনি।

৩) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন বিরাট কোহলি। বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন তিনি। গত মঙ্গলবার একটি খবর ওঠে যে, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরতি নিতে চান কোহলি। বুধবার সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিলেন তিনি।

৪) রোহিত শর্মার প্রসঙ্গে ‘বিরাট’ বার্তা কোহলির। বললেন,’আমার আর রোহিত শর্মার মধ্যে কোনও সমস্যা নেই। আমি গত দুই বছর ধরে এটি বলে যাচ্ছি এবং আমি ক্লান্ত’।

৫) জল্পনাই সত্যি হল। ফুটবলকে বিদায় জানালেন সার্জিও আগুয়েরো। হৃদযন্ত্রে সমস্যার কারণে ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হলেন বার্সেলোর এই ফুটবলার। বুধবার ন্যু ক্যাম্প এক সাংবাদিক বৈঠকে চোখের জলে এমনটাই জানালেন আগুয়েরো।

৬) বৃহস্পতিবার আইএসএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। চলতি বছর একেবারে নিজেদের সেরা ফর্মে নেই বিএফসি। বৃহস্পতিবার সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়তে চান বাগান কোচ হাবাস।

৭) আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল রিয়েল কাশ্মীর। বুধবার তারা ২-১ গোলে হারাল শ্রীনিদি এফসিকে। ইস্টবেঙ্গল মাঠে এদিন পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল উত্তর ভারতের দল।
আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ









































































































































