এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। ইউনেস্কোর (UNESCO) ‘সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় জুড়ে গেল বাংলার
দুর্গোৎসবের নাম। যা নিয়ে প্রতিটি বাঙালি আজ গর্বিত।
যুগ যুগ ধরে বাংলায় দুর্গাপুজো নজর কেড়েছে। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কার্নিভালের রূপ দিয়ে আলাদা মাত্রা যোগ করেছিলেন। এবার সেই দুর্গাপুজো বিশ্বের দরবারে আরও সমাদৃত হলো। ইউনেস্কোর হেরিটেজ (Heritage) তালিকায় স্বীকৃতি পেলো দুর্গাপুজো।

আর এমন সম্মানের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা, অভিনন্দনের বন্যা। যা নিয়ে বাংলা-ইংরেজিতে টুইট করলেন খোদ প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sah)। সবচেয়ে মজার ব্যাপার, বিধানসভা ভোটের আগে রাজনীতি করতে গিয়ে বাংলার দুর্গাপুজো নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন অমিত শাহ। একুশের নির্বাচনের আগে এ রাজ্যে বিজেপির (BJP) প্রচারে এসে দেশের তাবড় নেতারা দাবি করেছিলেন, বাংলায় দুর্গাপুজো হয় না। আবার দুর্গাপুজোকে UNESCO হেরিটেজ তকমা দিতেই সেই নেতারা শুভেচ্ছার বন্যায় সোশ্যাল মিডিয়া ভাসাচ্ছেন। সেই সমস্ত বিজেপি নেতাদের কটাক্ষ করে ২ মিনিট নীরবতা পালনের নিদান দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।
অভিষেক তোপ দেগে টুইটে লেখেন, “অমিত শাহ-সহ বিজেপির দেশজোড়া শীর্ষ নেতৃত্বের জন্য ২ মিনিট নীরবতা। যাঁরা বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পর্যটক হিসেবে ভোটপ্রচারে এসে দাবি করতেন, বাংলায় দুর্গাপুজো হয় না। এবারও তাঁদের মিথ্যা, গুজবের মুখোশ ফের একবার ফাঁস হয়ে গেল।”


প্রসঙ্গত, দুর্গাপুজো এদিন UNESCO হেরিটেজ তকমা পাওয়ার পরই টুইটে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, “দুর্গাপুজা ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে। এটা জেনে খুব ভালো লাগছে যে এই ঐতিহ্যশালী উৎসবকে ইউনেস্কোর #IntangibleHeritage তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক ভারতীয় আজ অত্যন্ত গর্বিত।” তারই প্রত্যুত্তরে অভিষেক কটাক্ষ করে ২ মিনিট নীরবতা কথা বলেন।

শুধু অমিত শাহ নয়, খোদ প্রধানমন্ত্রী মোদিও টুইটারে লেখেন, “প্রত্যেক ভারতীয়র জন্য গর্ব ও আনন্দের বিষয়। দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিত।”
আরও পড়ুন- Omicron: ওমিক্রন নিয়ে আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকুন: মমতা



































































































































