৩ দিনের সফরে গোয়ায় প্রথম জনসভাতেই মমতা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছিলেন, বিজেপিকে (Bjp) হারাতে গোয়ায় (Goa) জোট হয়ে গিয়েছে। কংগ্রেস চাইলে সেই জোটে যোগ দিতেই পারে। সেই আহ্বান প্রত্যাখ্যান করে গোয়ায় একা লড়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস (Congress)। বুধবার, গোয়ার সফরে দ্বিতীয় জনসভায় পানাজিতে কংগ্রেসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। সারাদেশে কংগ্রেস একা লড়াই করেছে, কী করতে পেরেছে? তিনি বলেন, মানুষের পাশে থাকে না। ভোটের সময় শুধু আসে- কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মমতা।
আরও পড়ুন- Singur: ইস্যু ছাড়াই সিঙ্গুরে ধর্না বিজেপির, নজর ঘোরাতেই অশান্তির চেষ্টা: কটাক্ষ তৃণমূলের
মমতা বলেন, গোয়ায় আসল বিকল্প তৈরি হয়েছে, সেটা তৃণমূল। তবে, বিজেপিকে হারানো যে মূল লক্ষ্য সেকথা এদিন বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। সবার জন্য দরজা খুলে রেখে তিনি ফের আহ্বান জানান, “বিজেপিকে হারাতে চাইলে জোট বাঁধুন, ভোট ভাগাভাগি করবেন না।” বিজেপির বিরুদ্ধে লড়ে সারাদেশে কোনও বিকল্প তৈরি করতে পারেনি কংগ্রেস। বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। দেশে এখন প্রকৃত কংগ্রেসের ভূমিকা পালন করছে তৃণমূল। বিজেপিকে হটাতে সেই কারণেই সমভাবাপন্নদলগুলিকে এককাট্টা করার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। প্রকৃত বিজেপি বিরোধীরা তৃণমূল নেত্রীকে সমর্থন করেছে। তবে, এখনও নিজেদের ফাঁকা অহংকারে পরিপূর্ণ কংগ্রেস এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছ না।
































































































































