শুধু হাত ঘড়ি নয়, অসম(Assam)থেকে পাওয়া গেল ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার ( Maradona) চুরি হয়ে যাওয়া বেশ কিছু সামগ্রী। দু’দিন আগেই দুবাই থেকেই চুরি হয়ে যাওয়া ঘড়ি পাওয়া যায় অসমে।ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তি কাছ থেকে পাওয়া যায় সেই ঘড়ি। অসম পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তির কাছ থেকেই পাওয়া যায় সোনালি হাতঘড়ি, একটি আইপ্যাড-সহ অনেক কিছু।
অসম পুলিশের সূত্রে খবর, দুবাই শহরে যে বাড়িতে থাকতেন মারাদোনা, সেখানেই ২০১৬ সাল থেকে কর্মচারী ও নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ওয়াজিদ হুসেন। মারাদোনার দুবাই ছাড়ার পরেই তাঁর ব্যবহার করা ঘড়ি ও অন্যান্য সামগ্রী ওই বাড়িতেই সংরক্ষিত ছিল। এক্ষেত্রে দুবাই পুলিশের দাবি, ২০২১ সালের অগস্ট মাসে, ওয়াজিদ হুসেন ওই বাড়ি থেকে মারাদোনার ব্যবহৃত সামগ্রী রাখা অনেক জিনিস চুরি করে ভারতে ফিরে আসে। আর শনিবারই অসম থেকে সেই ওয়াজিদ হুসেনকে গ্রেফতার করে শিবসাগর পুলিশ।

অসম পুলিশের সূত্রের খবর, ওয়াজিদ হুসেনের খবর পেয়ে গত শনিবারই হানা দেয় শিবসাগর পুলিশ। তারপরই ওয়াজিদ হুসেনের শ্বশুরবাড়ির থেকে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে পাওয়া যায় মারাদোনার ব্যবহার করা বেশ কিছু জিনিস।
আরও পড়ুন:Sc EastBengal: দলের খেলায় বিরক্ত লাল-হলুদ কোচ, বললেন ‘এখনও অনেক পরিশ্রম করতে হবে ইস্টবেঙ্গলকে’












































































































































