হাঁটুর অস্ত্রোপচার দু’মাস পিছিয়ে গেল পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের( shoaib akhtar)। এদিন টুইটারে নিজেই জানালেন সেকথা। এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব, সেখানে ইঞ্জেকশন নিতে গিয়েই দেশের হয়ে খেলতে গিয়ে যে কষ্ট তিনি সহ্য করেছেন সেই প্রসঙ্গ তুলে এনেছেন পাকিস্তানের এই জোরে বোলার।
এদিন টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন শোয়েব আখতার। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সোফায় বসে হাঁটুতে ইঞ্জেকশন নিচ্ছেন শোয়েব।আর ক্যাপশনে শোয়েব লিখেছেন, “পাকিস্তানের হয়ে খেলার জন্য এই কষ্ট আমি সহ্য করেছি। কিন্তু যদি আরও এক বার আমি সুযোগ পাই তা হলে আবার এই কষ্ট সহ্য করতে তৈরি আমি।”

হাঁটুর চোটের কথা আগেই জানিয়েছিলেন শোয়েব।অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়ায় যান তিনি। তবে সেই অস্ত্রোপচার পিছিয়ে যায় দু’ মাস। তাই আপাতত ব্যথা কমাতে ইঞ্জেকশনই ভরসা পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটারের।

১৯৯৭ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় শোয়েব আখতারের। ৪৬ টেস্ট, ১৬৩ এক দিনের ম্যাচ ও ১৫ টি২০ খেলেছেন তিনি। সব মিলিয়ে ৪৪৪টি উইকেট নিয়েছেন এই জোরে বোলার।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস












































































































































