সারা দেশে কতগুলি অক্সিজেন প্ল্যান্ট আছে? এই প্ল্যান্টগুলির দৈনিক অক্সিজেন (Oxygen) উৎপাদন করার ক্ষমতা কত? বর্তমানে করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনে যে অক্সিজেনের প্রয়োজন হয় তা কি এই প্ল্যান্টগুলি থেকেই পাওয়া যাচ্ছে? বিভিন্ন রাজ্য ও জেলায় অক্সিজেন প্ল্যান্ট (Plant) তৈরি করতে কেন্দ্র কী পদক্ষেপ নিয়েছে? কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলি কি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে বিনিয়োগ করছে? আগামী দিনে বিভিন্ন রাজ্যে কি আরও কিছু অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা কেন্দ্রের আছে? শুক্রবার, সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল (Tmc) সাংসদ মালা রায় (Mala Ray)।

উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার (Bharati Prabin Power) বলেন, কেন্দ্র ইতিমধ্যেই দেশে ১৫৬৩ টি পিএসএ (Psa) অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট অনুমোদন করেছে। যার মধ্যে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ১২২৫ টি প্ল্যান্ট তাদের কাজ শুরু করেছে। এই প্ল্যান্টগুলি পিএম কেয়ার্স ফান্ডের অর্থ দিয়ে তৈরি করা হয়েছে। গোটা দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা আরও ৩৩৮ টি পিএসএ প্ল্যান্ট তৈরি করেছে। বর্তমানে প্রতিদিন বিভিন্ন আইসিইউ এবং আইসিইউ নয় এমন বেডে প্রতি মিনিটে যথাক্রমে ২৪ ও ১০ লিটার অক্সিজেন প্রয়োজন হয়। বর্তমানে চালু থাকা অক্সিজেন প্ল্যান্টগুলির প্রতিদিন অন্তত এক লক্ষ লিটার অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা আছে। পিএম কেয়ার্স ফান্ড থেকে পাওয়া অর্থে যে সমস্ত প্ল্যান্ট তৈরি হচ্ছে সেগুলি নির্মাণ করছে কেন্দ্র। তবে তার জন্য জায়গা দিতে হচ্ছে রাজ্যগুলিকে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ৫১টি অক্সিজেন প্ল্যান্ট আছে বলে মন্ত্রী জানান।
আরও পড়ুন- Mamata Banerjee: মানবাধিকার দিবস: হিংসা এবং অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার বার্তা মুখ্যমন্ত্রীর




 
 
 
 
 

 
 
 































































































































