PELE: আবারও হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে

0
2

আবারও হাসপাতালে ভর্তি হলেন ফুটবল সম্রাট পেলে (PELE)। বুধবার তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, সাওপাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ভর্তি করানো হয় পেলেকে। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকেরা কয়েক দিন তাঁকা পর্যবেক্ষণে রাখতে চান বলে জানা যাচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে,” কোলনের টিউমার অস্ত্রোপচারের পরে বাড়িতেই কেমোথেরাপি শুরু হয়েছিল পেলের। তবে এই পর্যায়ে আরও কিছু চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন সুস্থ আছেন। কথাও বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে।”

প্রসঙ্গত কোলনের টিউমার অস্ত্রোপচারের জন্য গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। তার পরে শুরু হয় কেমোথেরাপি। গত মাসে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন তিনি। গত কয়েক দিনে শারীরিক কিছু সমস্যা তৈরি হওয়ায় আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে পেলেকে।

আরও পড়ুন:Virat Kohli: দেওয়া হয়েছিল ৪৮ ঘন্টা, নেতৃত্ব ছাড়তে রাজি ছিলেন না বিরাট: সূত্র