Chandidas Mal: লোপামুদ্রা- চন্দ্রাবলীদের শিক্ষাগুরু, আগমনী ও টপ্পা গানের প্রখ্যাত শিল্পী চণ্ডিদাস মাল প্রয়াত

0
4

সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র, চন্দ্রাবলী রুদ্র দত্ত, অজয় চক্রবর্তী, বুদ্ধদেব গুহর মতো বহু বিশিষ্ট শিল্পীদের শিক্ষাগুরু বিশিষ্ট আগমনী ও টপ্পা গানের শিল্পী চণ্ডিদাস মাল প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর।
বুধবার হাওড়া জেলার বালির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রধানত পুরাতনী বাংলা গান, শ্যামা সঙ্গীত, টপ্পা, আগমনী সঙ্গীতের জন্যই শ্রোতাদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছিলেন। চণ্ডিদাসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে শিল্পী মহলে।

১৯৪৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে অল ইন্ডিয়া রেডিওতে এবং পরবর্তীকালে দূরদর্শনেও বেশ কিছু অনুষ্ঠান করেন তিনি। বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাকও করেন। পরবর্তীকালে রবীন্দ্রভারতী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পুরাতনি বাংলা গানের শিক্ষকতাও করেছেন। পেয়েছিলেন একাডেমি পুরস্কার, বঙ্গীয় সঙ্গীত পরিষদের  ‘বিভাকর’ সম্মান। ২০১৯ সালে তিনি রাজ্য সরকারের কাছ থেকে গিরিজাশঙ্কর পুরস্কারও পান।