Indian Team: টেস্টে বড় জয়ের রেকর্ড গড়ল ভারত, নিজেদের নিজেরাই ছাপিয়ে গেল বিরাট কোহলিরা

0
4

সোমবার ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টের( India-New Zealand 2nd test) চতুর্থ দিনে কিউয়ের ৩৭২ রানে হারিয়ে সিরিজ পকেটে পুড়েছে ভারতীয় দল ( India)। আর জয় পেতেই রেকর্ড গড়ল ভারতীয় দল। সব থেকে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। এটিই  ভারতের বড় জয়। এর আগে এত রানে ভারত আগে কখনও টেস্ট জেতেনি।

এর আগে ভারতের সবথেকে বেশি রানে টেস্ট জয়ের রেকর্ড ছিল ৩৩৭। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৩৩৪ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১২১ রানে। ভারত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬৭ রান তুলে ছেড়ে দেয়। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮১ রানের। দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে শেষ হয়ে যায় তারা।

শুধু ২০১৫ দক্ষিণ আফ্রিকা নয়, ২০১৮ তেও ভারতের সবচেয়ে বড় টেস্ট জয় এসেছিল। সেবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস ও ২৭২ রানে জিতেছিল ভারত।

আরও পড়ুন:India-New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বিরাট জয়’ ভারতের, কিউয়িদের ৩৭২ রানে হারাল কোহলিরা