Election Commission: মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট, হাইকোর্টে হলফনামা নির্বাচন কমিশনের

0
2

হাইকোর্টে (Calcutta High Court) পুরভোট-মামলায়  হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে বাকি পুরসভা গুলির ভোটের দিন জানাতে বলা হয়েছিল। সেই বিষয়ের শুনানিতে, সোমবার রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, আগামী বছরের মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট করা হবে। করোনার জন্য ভোটারদের স্বাস্থ্যের কথা ভেবেই এত দেরীতে ভোট করানো হবে। মূলত ৬ থেকে ৮ দফায় ভোট হবে বাকি পুরসভা গুলির যেহেতু রাজ্যে ইভিএম কম।

হলফনামায় কমিশন উল্লেখ করেছে, মহামারির হাত থেকে ভোটারদের রক্ষা করতেই দফা ভিত্তিক ভোট। ৬ থেকে ৮ দফায় ভোট চায় রাজ্য। মে মাসের মধ্যে বাকি ভোট চায় রাজ্য।

আরও পড়ুন- India-New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বিরাট জয়’ ভারতের, কিউয়িদের ৩৭২ রানে হারাল কোহলিরা

নির্বাচন কমিশন (State Election Commission) জানিয়েছে, নির্বাচন কমিশনের কাছে আছে ১৫ হাজার ৬৮৭ ইভিএম। কলকাতার (Kolkata) ভোটে ব্যবহার করা হবে ৭ হাজার ২১০টি ইভিএম। নির্ধারিত দিনে গণনা না হলে হাতে থাকবে ৮ হাজার ৪৭৭ ইভিএম।দফাভিত্তিক গণনা না হলে পরের ভোটের জন্য ইভিএম (EVM) থাকবে না।