SSC: হাইকোর্টের নির্দেশ, মুর্শিদাবাদের স্কুলশিক্ষকের চাকরি বাতিল করল স্কুল সার্ভিস কমিশন

0
2

কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের এক শিক্ষকের চাকরি বাতিল করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন।

ঘটনাটি মুর্শিদাবাদ জেলার। অভিযোগ, মেধা তালিকায় উপরের দিকে নাম থাকা সত্ত্বেও পাননি চাকরি, তার বদলে চাকরি পেয়েছেন কম নম্বর পাওয়া প্রার্থী। এই অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন প্রশান্ত দাস নামে এক ব্যক্তি। প্রশান্ত দাসের হয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন আইনজীবী ফিরদৌস শামিম। অক্টোবরে দায়ের হয়েছিল সেই মামলা। তাঁর অভিযোগ ছিল, মেধাতালিকায় উপরের দিকে তাঁর নাম থাকলেও, তিনি চাকরি পাননি। উলটে নাম অনেক নীচে থাকা সত্ত্বেও নীলমণি বর্মন চাকরি পেয়ে যান। আর তাঁর অভিযোগের উপর ভিত্তি করেই, এবার এক শিক্ষকের চাকরি বাতিল করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন- Kejriwal-Sidhu: কেজরিওয়ালের বাড়ির বাইরে শিক্ষকদের বিক্ষোভ, ধরনায় সামিল সিধু