করোনার( Corona) নতুন রূপ ওমিক্রনের কারণে স্থগিত ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) টি-২০ ম্যাচ( T-20)। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন বিরাট কোহলিরা, শনিবার এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই ( Bcci)সচিব জয় শাহ (Jay Shah)।
এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন,” দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতীয় দল সেখানে গিয়ে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। বাকি চারটি টি-২০ ম্যাচ পরে হবে। তবে কখন হবে তা এখন পযর্ন্ত ঠিক হয়নি।”
কোভিডের নতুন রূপ ওমিক্রনের দাপট বেশ প্রকোপ দক্ষিণ আফ্রিকায়। যার ফলে বিরাটদের এই সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এই সফরে কী ব্যবস্থা থাকবে, তা নিয়ে কোহলিরা সন্দিহান ছিলেন। সূত্রের খবর, বোর্ড কর্তাদের সঙ্গে তাঁদের আলোচনাও হয় এই সফর নিয়ে। বায়ো বাবল নিয়ে তাঁরা বেশ কিছু প্রশ্ন রাখেন বোর্ডের সামনে। শোনা যাচ্ছে বোর্ডের জবাবে সন্তুষ্ট ক্রিকেটাররাও। তার পরেই এই সফরের ব্যাপারে দক্ষিণ আফ্রিকাকে নিশ্চয়তা দিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস