অনন্য নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( cristiano ronaldo)। ৮০০ গোলের চূড়ায় পৌঁছালেন পর্তুগিজ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে আর্সেনালের ( Arsenal) বিপক্ষে ৫২তম মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর্সেনালের বিরুদ্ধে দলকে এগিয়ে দিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলে পা রাখলেন পর্তুগিজ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে এক হাজার ৯৭ ম্যাচে রোনাল্ডো করলেন মোট ৮০১টি গোল। ফুটবলের ক্যারিয়ারে গোলের হিসেবে সেরাদের আগেই পেছনে ফেলে ছিলেন রোনাল্ডো।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩-২ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচে জোড়া গোল সিআরসেভেনের। একটি গোল করেন ফার্নান্দেজ। ম্যাচে এদিন শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। ১৩ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন স্মিথ রো। এরপরই ম্যানইউর হয়ে সমতা ফেরান ফার্নান্দেজ। ম্যাচের ৫২ মিনিটে ম্যানইউকে গোল করে এগিয়ে দেন রোনাল্ডো। দু’মিনিটের মধ্যে সমতা ফেরান মার্টিন অডেগার্ড। এরপর ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে ম্যানইউর হয়ে ৩-০ করেন রোনাল্ডো।
আরও পড়ুন:Mohunbagan: বোর্ড থেকেও ইস্তফা সৃঞ্জয়ের, জোড়া দায়িত্বে সৌমিক বোস














































































































































