Singur Murder: একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় নয়া মোড়, জালে মূল অভিযুক্তর ভাই

0
4

সিঙ্গুরের (Singur) একই পরিবারের চারজনকে খুনের (Murder) ঘটনায় নয়া মোড়। মূল অভিযুক্ত যোগেশ প্যাটেলের ভাই দীপক প্যাটেলকে (Dilip Patel) গ্রেফতার করল পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ চালানো হচ্ছে।

সিঙ্গুরের নান্দায় একই পরিবারের চারজনকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে নিকট আত্মীয় যোগেশের বিরুদ্ধে। ধৃত দীপক প্যাটেল মূল অভিযুক্ত যোগেশের ছোট ভাই। নান্দায় দীনেশ প্যাটেলের কাঠ চেরাই কলের সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের জেরায় দীপকের কথায় অসঙ্গতি মিলেছে।

যদিও সূত্রের খবর, খুনের সময় দীপক ওই কাঠের মিলেই ছিলেন। পরে যোগেশের সঙ্গেই পালিয়ে যান।হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, এই ঘটনার পর যোগেশের দুই ভাই ও স্ত্রীকে জিজ্ঞেসাবাদের জন্য সিঙ্গুর থানায় নিয়ে যাওয়া হয়।যোগেশের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার, সকালে মৃত দীনেশের বাড়িতে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:আমায় কেন জন্ম দেওয়া হল? চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে কোটি টাকা পেলেন তরুণী