মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) অনুপ্রেরণায় দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে অমল দত্ত ক্রীড়াঙ্গনে উদ্বোধন করা হল ব্যাডমিন্টন অ্যাকাডেমির। জুনিয়র স্তর থেকে শাটলার তুলে এনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় তৈরি করাই লক্ষ্য এই ব্যাডমিন্টন অ্যাকাডেমির।
মঙ্গলবার বিকেলে অমল দত্ত ক্রীড়াঙ্গনে উদ্বোধন হল এক উন্নতমানের ব্যাডমিন্টন অ্যাকাডেমির। এই অ্যাকাডেমির শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই এই অ্যাকাডেমিতে রয়েছেন ৫০ জনের মতন খেলোয়াড়। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের জন্য উন্নতমানের খেলোয়াড় তৈরি করাই লক্ষ্য এই অ্যাকাডেমির।
আরও পড়ুন:Sc Eastbengal: ওড়িশা এফসির কাছে ৬-৪ গোলে হারল এসসি ইস্টবেঙ্গল

















































































































































