মোহনবাগানের ( Mohunbagan) সচিব পদ থেকে ইস্তফা দিলেন সৃঞ্জয় বোস( Srinjoy Bose)। মঙ্গলবার সন্ধ্যায় ইস্তফা দিলেন তিনি। ব্যাক্তিগত কারণেই ইস্তফা দেন বলে জানান সৃঞ্জয় বোস। ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ক্লাব সভাপতি স্বপনসাধন বোসের কাছেও।
এদিন ইস্তফা পত্রে সৃঞ্জয় বোস বলেন,”ব্যক্তিগত কারণে ক্লাবের জেনারেল সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। অবিলম্বে এই ইস্তফাপত্র কার্যকর করা হোক। আমি চিরদিন এই ক্লাবের উৎসাহী সমর্থক এবং সদস্য হিসাবে থেকে যাব। যাঁরা আমার প্রতি আস্থা দেখিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। ক্লাবের একনিষ্ঠ সমর্থক এবং কার্যকরী কমিটির অন্যতম সদস্য পিতা শ্রী স্বপনসাধন বোসের কাছ থেকে যে উৎসাহ, আশীর্বাদ এবং পথ নির্দেশন পেয়েছি তাঁর জন্য চিরকৃতজ্ঞ। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্লাবের পাশে সর্বদা দাঁড়িয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ ক্লাবের অগণিত সদস্য এবং সমর্থকদেরও।”
এরপাশাপাশি সৃঞ্জয় বোস ইস্তফাপত্রে লেখেন,” মোহনবাগান সচিব হিসেবে সমস্ত দায়িত্ব পালন করেছি। ক্লাবের নির্বাচনের সময় বর্তমান পরিচালন সমিতি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগটাই পূরণ হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আগামী দিনেও ক্লাব দক্ষতার সঙ্গেই পরিচালিত হবে।”
















































































































































