১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার পুরভোট (Kolkata Municipal Corporation Election 2021)। অনেক আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থীরা ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করেছে। সোমবার কলকাতা পুরসভার পুরভোটের ( Kolkata Municipal Corporation Election 2021) প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন ছিল। নিয়ম মেনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আলিপুর সার্ভে বিল্ডিংয়ে, আলিপুর ট্রেজারি বিল্ডিং মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমা দিয়েছেন ৮২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম, ৮৫ নং ওয়ার্ডের দেবাশিস কুমার, ৮৮ নং ওয়ার্ডের মালা রায়, ৭৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন-Arunima Ghosh: অরুণিমাকে শ্লীলতাহানি, খুনের হুমকি! পুলিশের জালে অভিযুক্ত


এছাড়াও আজ মনোনয়ন জমা দিয়েছেন ৮৬ নং ওয়ার্ডের সৌরভ বসু, ৮১ নং ওয়ার্ডের জুঁই বিশ্বাস, ৭০ নং ওয়ার্ডের অসীম বসু। যারা আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মনোনয়ন পত্র জমা দিলেন, তারা হলেন রাজেশ সিনহা ২৫ নম্বর ওয়ার্ড, বাপি ঘোষ ৭ নম্বর ওয়ার্ড, অমল চক্রবর্তী ১৪ নম্বর ওয়ার্ড, চিনু বিশ্বাস ৩৩ নম্বর ওয়ার্ড, আশুতোষ দাস ৩৫ নম্বর ওয়ার্ড, ইলোরা সাহা ২৪ নম্বর ওয়ার্ড, তরুণ সাহা ৫ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুব্রত বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ।


আরও পড়ুন-অসাংবিধানিক, অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার: দোলা-শান্তার বহিষ্কারে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের
এছাড়াও যারা উপস্থিত ছিলেন তারা হলেন পবিত্র বিশ্বাস, মৃণাল সাহা, প্রিয়াল চৌধুরী, এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন তারকনাথ চট্টোপাধ্যায় ২৬ নম্বর ওয়ার্ড, এবং সোমা চৌধুরী ৩৭ নম্বর ওয়ার্ড।
















































































































































